অ্যাকসেসিবিলিটি লিংক

ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে জাতীয় নির্বাচন


Bangladesh Election System
Bangladesh Election System

আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারি। সে নির্বাচন বয়কট করেছিল প্রধান বিরোধী দল বিএনপি। এবার বিএনপি কি করবে? এটা এখনও অস্পষ্ট। বেগম খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনে যাবে না এমনটাই বলছেন দলের নেতারা। নির্বাচন কমিশন সচিব বলেছেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কোন সম্ভাবনা নেই। বিরোধী রাজনৈতিক দলগুলো সংলাপের দাবি জানিয়ে আসছে। যদিও আওয়ামী লীগের তরফে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক কোন আলোচনা নয়। ফোনে কথা হতে পারে।
নির্বাচন কমিশন সচিব বলেন, নির্বাচনের ৮০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জানান, বর্তমানে ৪২ হাজার ভোটকেন্দ্র রয়েছে। আরো ৫ হাজার কেন্দ্র বাড়তে পারে বলে হেলালুদ্দিন জানান।
ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, সরকার হটানোর চক্রান্ত চলছে। ওয়ান ইলেভেনের গন্ধ পাওয়া যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিন আগে বলেছিলেন, এই সরকার ওয়ান ইলেভেন সরকারের চেয়েও খারাপ।

XS
SM
MD
LG