অ্যাকসেসিবিলিটি লিংক

ডি ডে উদযাপন অনুষ্ঠানে অন্যান্য নেতাদের সঙ্গে যোগ দেন ট্রাম্প


Britain D-Day Anniversary
Britain D-Day Anniversary

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র পক্ষের নরম্যান্ডি আক্রমণের সময় অবতরণ-- ডি ডে উদযাপনে, ব্রিটেনের পোর্টসমাথ শহরে, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে, ক্যানেডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মান চ্যান্সেলার অ্যাঞ্জেলা মার্কেল এবং অন্যান্য নেতাদের সঙ্গে যোগ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

১৯৪৪ সালে আক্রমণ অভিযানের শুরুতে আমেরিকান প্রেসিডেন্ট রুসেভেল্ট বেতারে যে প্রার্থনা করেছিলেন, আজকের ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প সেই প্রার্থনা পাঠ করে শোনান।

প্রধানমন্ত্রী মের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নাৎসি জার্মানিকে পরাজিত করার জন্য ফ্রান্সের নর্ম্যান্ডিতে ব্যাপক অভিযানে “ঐতিহাসিক আন্তর্জাতিক সহযোগিতা” ছিল।

ব্রিটেনের রানী এলিজাবেথও -- ডি ডে উদযাপন অনুষ্ঠানে যোগ দেন।

XS
SM
MD
LG