অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের অংশ ধসে দুইজন বিদেশীসহ ৪জন আহত


ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের অংশ ধসে দুইজন বিদেশীসহ ৪জন আহত
ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের অংশ ধসে দুইজন বিদেশীসহ ৪জন আহত

বাংলাদেশের রাজধানী ঢাকায় বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি এর এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের লঞ্চিং গার্ডারের একটি অংশ ধসে পড়লে দুইজন বিদেশীসহ সংস্থাটির ৪ জন কর্মী আহত হয়েছেন। 

বাংলাদেশের রাজধানী ঢাকায় বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি এর এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের লঞ্চিং গার্ডারের একটি অংশ ধসে পড়লে দুইজন বিদেশীসহ সংস্থাটির ৪ জন কর্মী আহত হয়েছেন।

রোববার দুর্ঘটনাটি ঘটেছে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন মহানগরির অন্যতম ব্যস্ততম সড়কের পাশে। প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন যেখানে কাজ চলছিল তার আশপাশের এলাকার জন্য কোন নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় একটি বড় দুর্ঘটনা ঘোটতে পারত। বিআরটি এর ব্যবস্থাপনা পরিচালক শাফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন আহত চার জনের মধ্যে দুই জন চিনের নাগরিক ও দুই জন বাংলাদেশী এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন এ দুর্ঘটনার কারন তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব এক অনুষ্ঠানে ঢাকা বিমান বন্দরের কাছে সংঘটিত রোববারের ঘটনার তীব্র সমালোচনা করে বলেছেন উন্নয়নের ধোয়া তুলে মেগা প্রজেক্টের নামে দেশটাকে ফোকলা করে দিচ্ছে সরকার। নগর বিশেষজ্ঞরা বলছেন প্রকল্প বাস্তবায়নের সময় এতে কাজ করা কর্মী, সাধারণ মানুষ এবং পরিবেশ ও প্রতিবেশের নিরাপত্তা নিশ্চিত করা প্রকল্প বাস্তবায়ন কারিদেরই দায়িত্ব।

please wait

No media source currently available

0:00 0:02:08 0:00


XS
SM
MD
LG