অ্যাকসেসিবিলিটি লিংক

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে সতেরো ব্যক্তির মৃত্যু


তাইওয়ানে, আজ রবিবার উপকূলবর্তী জনপ্রিয় এক রেল পথে চলাচলকারী এক ট্রেন লাইনচ্যুত হ’লে তাতে কম হ’লেও মৃত্যু হয়েছে সতেরো ব্যক্তির।

এতে আহত হয়েছে অপর এক শ’ ৩২ জন – জানিয়েছে তাইওয়ান রেলওয়ে প্রশাসন তাদের এক বয়ানে। ট্রেনটিতে বগি ছিলো মোট আটটি – সব ক’টিই লাইনচ্যুত হয়।

স্থানীয় সব সংবাদ সমাচারে বলা হয়- প্রায় তিরিশের মতো যাত্রি জিবিত অবস্থায় লাইনচ্যুত বগির নিচে চাপা পড়ে। তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চলবর্তী ইয়াইলান কাউন্টীতে লাইনচ্যুত হয় পিয়ূমা এক্সপ্রেস নামের ঐ ট্রেনটি।

XS
SM
MD
LG