তাইওয়ানে, আজ রবিবার উপকূলবর্তী জনপ্রিয় এক রেল পথে চলাচলকারী এক ট্রেন লাইনচ্যুত হ’লে তাতে কম হ’লেও মৃত্যু হয়েছে সতেরো ব্যক্তির।
এতে আহত হয়েছে অপর এক শ’ ৩২ জন – জানিয়েছে তাইওয়ান রেলওয়ে প্রশাসন তাদের এক বয়ানে। ট্রেনটিতে বগি ছিলো মোট আটটি – সব ক’টিই লাইনচ্যুত হয়।
স্থানীয় সব সংবাদ সমাচারে বলা হয়- প্রায় তিরিশের মতো যাত্রি জিবিত অবস্থায় লাইনচ্যুত বগির নিচে চাপা পড়ে। তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চলবর্তী ইয়াইলান কাউন্টীতে লাইনচ্যুত হয় পিয়ূমা এক্সপ্রেস নামের ঐ ট্রেনটি।