অ্যাকসেসিবিলিটি লিংক

তানজানিয়ায় ফেরী ডুবে ১০০ জনের মৃত্যু


তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় ফেরী ডুবে ১০০ জনের মৃত্যু ঘটেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। জীবিতদের উদ্ধারকাজ এখনো চলছে।

স্থানীয় শহরের কমিশনার জন মংগেলা জানান ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের অনেকের অবস্থা নাজুক।

মংগেলা বলেন ফেরীতে কতো লোক ছিল নিশ্চিত বলা না গেলেও এসব ফেরীতে সাধারন শত শত মানুষ ওঠে। স্থানীয় গনমাধ্যমের খবর অনুযায়ী এমভি নাইরার নামক ঐ ফেরীতে ২ শ যাত্রী ছিল।

XS
SM
MD
LG