অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান বলছে, আফগানিস্তানের জালালাবাদে বিস্ফোরণে অন্তত ২ জন নিহত


তালিবান সদস্যরা আফগানিস্তানের জালালাবাদে বিস্ফোরণের জায়গা তদন্ত করছে, ১৮ই সেপ্টেম্বর, ২০২১, ছবি-এফপি
তালিবান সদস্যরা আফগানিস্তানের জালালাবাদে বিস্ফোরণের জায়গা তদন্ত করছে, ১৮ই সেপ্টেম্বর, ২০২১, ছবি-এফপি

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে শনিবার তিনটি বিস্ফোরণে কমপক্ষে দুইজন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছে বলে একজন তালিবান কর্মকর্তা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তালিবান কর্মকর্তা বলেন, "এখন পর্যন্ত আমাদের কাছে দুইজন নিহত এবং ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বলেন একটি টহলকারি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় ।

তিনি আরও বলেন , “আহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে”।

তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর এটি প্রথম হামলা যেখানে প্রাণহানি ঘটলো।

নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা এএফপিকে জানান, তিনজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।

আফগানিস্তানে নানগারহারের রাজধানী জালালাবাদ হচ্ছে ইসলামিক স্টেট গ্রুপের প্রাণকেন্দ্র। এই দল আগস্টের শেষের দিকে কাবুল বিমানবন্দরে এক রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেছে। এই হামলায় ১০০’রও বেশী মানুষের প্রাণহানি হয়।

তালিবান আগস্টের মাঝামাঝি প্রাক্তন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ক্ষমতায় ফিরে আসে। তারা দেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে।

বিস্ফোরণের স্থানে তোলা ছবিতে দেখা যাচ্ছে একটি সবুজ পিক-আপ ট্রাক, যার উপর সাদা তালিবান পতাকা দেখা গেছে এবং চারপাশে ধ্বংসস্তূপ রয়েছে এবং সশস্ত্র যোদ্ধারা সেখানে দাঁড়িয়ে দেখছে।

XS
SM
MD
LG