অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কে আটক ও মুক্তি প্রাপ্ত আমেরিকান যাজককে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাগত জানান


President Donald Trump prays with American Pastor Andrew Brunson in the Oval Office of the White House, Oct. 13, 2018, in Washington. Brunson returned to the U.S. after he was freed Friday, having been detained for nearly two years in Turkey.
President Donald Trump prays with American Pastor Andrew Brunson in the Oval Office of the White House, Oct. 13, 2018, in Washington. Brunson returned to the U.S. after he was freed Friday, having been detained for nearly two years in Turkey.

আমেরিকান এক ধর্মযাজক তুরস্কে দু বছর কারাবাসের পর মুক্তি পেয়ে, শনিবার অপরাহ্ণে হোয়াইট হাউসে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাশে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করেন। তিনি প্রার্থনা করেন ট্রাম্প যেন অতিপ্রাকৃত প্রজ্ঞা অর্জন করেন।

খৃষ্টান ধর্মযাজক অ্যান্ড্রু ব্রানসান, তাঁর মুক্তির জন্য তুরস্কের উপর আমেরিকান সরকার যে কঠোর চাপ সৃষ্টি করে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অ্যান্ড্রু ব্রানসান বলেন “আমরা বিশেষ ভাবে এই প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা সত্যি আমাদের জন্য লড়েছেন।” ব্রানসানের পরিবারও সেখানে উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ব্রানসানকে মুক্তি দেওয়ার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েব এরদোয়ানকে ধন্যবাদ জানান। তিনি বলেন কোন মুক্তিপন দেওয়া হয়নি।

অ্যান্ড্রু ব্রানসানের মুক্তিতে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে তিক্ত কুটনৈতিক বিবাদের নিস্পত্তি হয়েছে। ব্রানসানকে যদি সন্ত্রাসবাদ এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করা হতো তা হলে তাঁর ৩৫ বছরের কারাদন্ড হয়ে যেতো। যুক্তরাষ্ট্র তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন বলছে।

শনিবার এরদোয়ান এক টুইটার বার্তায়, ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন তুরস্কের বিচার বিভাগ স্বতন্ত্র ভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং তিনি আশা করছেন তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

XS
SM
MD
LG