অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডে আসিয়ান শীর্ষ সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে


রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা ও সংকট দূরীকরণ এবং প্রত্যাবাসন ত্বরান্বিতকরণে বিভিন্ন দেশের সরকার এবং সিভিল সোসাইটিকে সংশ্লিষ্ট করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের অনারারি কনসাল জেনারেল এবং বিশ্বের বিভিন্নদেশে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেলদের পত্র দিয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা ও সংকট দূরীকরণ এবং প্রত্যাবাসন ত্বরান্বিতকরণে বিভিন্ন দেশের সরকার এবং সিভিল সোসাইটিকে সংশ্লিষ্ট করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের অনারারি কনসাল জেনারেল এবং বিশ্বের বিভিন্নদেশে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেলদের পত্র দিয়েছেন।

সম্প্রতি পাঠানো ওই পত্রে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সহায়ক পরিবেশ এবং নিজ দেশে রোহিঙ্গারা যাতে ফিরে যেতে পারেন সে পরিস্থিতি সৃষ্টি এবং প্রত্যাবাসন তদারকিতে বিভিন্ন দেশ এবং দেশের সিভিল সোসাইটিকে সংযুক্তকরণই কনসাল জেনারেলদের অনুরোধ করা হয়।

এদিকে, রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত আলোচনা ও প্রক্রিয়ায় যাতে রোহিঙ্গাদের অংশগ্রহণ রাখা হয় সে লক্ষ্যে মিয়ানমারের উপরে চাপ সৃষ্টির জন্য আসিয়ান দেশভুক্ত সরকার এবং রাষ্ট্রপ্রধানদের প্রতি এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার এবং সক্রিয়বাদী সংস্থাগুলো। ২০ থেকে ২৩ জুন থাইল্যান্ডে আসিয়ানের ৩৪তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।...ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG