থাইল্যান্ডের একটি গুহায় দু সপ্তাহের বেশী সময় ধরে যে ১২ জন কিশোর ও তাদের ফুটবল কোচ আটকে পড়ে, তাদের মধ্যে অন্তত ৫ জনকে উদ্ধার করা হয়েছে।
চার কিশোরকে ডুবুরিরা রবিবার উদ্ধার করেন এবং তাদের হেলিকপ্টরে করে চিয়াং রাই এর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার পঞ্চম কিশোরকে উদ্ধার করা হয় এবং তাকে থাম লুয়াং গুহার কাছে অস্থায়ী হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিয়াং রাই এর ওই হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
কিশোরদের পরিবারদের জানানো হয়নি কোন কিশোরদের উদ্ধার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আনুপং পাওজিনা বলেছেন যে ডুবুরিরা রবিবারের উদ্ধার কাজে অংশ নেন তারাই সোমবার উদ্ধার তৎপরতায় অংশ নেবেন কারণ তারা গুহার পরিবেশ ভাল জানেন। কিশোররা ও তাদের ফুটবল কোচ প্রায় চার কিলোমিটার গুহার ভেতরে আটকা পড়ে।