অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিন সুদানে ১৫০ জন নারী ও যুবতী ধর্ষনের শিকার


জাতিসংঘ বলেছে দক্ষিন সুদানে সাম্প্রতিক সময়ে ১৫০ জন নারী ও যুবতী ধর্ষনের শিকার হয়েছে।

ইউনিসেফ প্রধান হেনরিয়েটা ফোর, জাতিসংঘ মানবাধিকার বিভাগের আন্ডার সেক্রেটারী জেনারেল মার্ক লোকক, জনসংখ্য তহবিল পরিচালক নাটালিয়া কানেম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় দক্ষিন সুদানের দক্ষিনাঞ্চলীয় শহর বেনতিউতে একদল শশস্ত্র মানুষ হামলা করে এই ঘটনা ঘটায়।

তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানানো হয়। সাহায্য সংস্থা Doctors Without Borders জানায় গত সপ্তাহে ১২৫ নারী ও তরুনী ধর্ষনের শিকার হয়। জাতিসংঘ তথ্য অনুসারে ২০১৮ সালের প্রথমার্ধে ২৩০০টি যৌন অপরাধের ঘটনা ঘটে। তাদের মধ্যে ২০ শতাংশই শিশু।

XS
SM
MD
LG