দিল্লিতে লোন উলফ হামলার ছক বানচাল করেছিল পুলিশ। দিল্লিতে ধৃত ISIS জঙ্গির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হল সুইসাইডাল ভেস্ট, বোমা তৈরির কলকবজা-মশলা ও বিপুল আগ্নেয়াস্ত্রের সম্ভার।
তাকে জেরা করতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, অযোধ্যায় রাম মন্দির তৈরির বদলা নিতেই উত্তরপ্রদেশ ও দিল্লিতে বড়সড় হামলার ছক কষেছিল সে। গতকাল আবু ইউসুফ খানকে গ্রেপ্তারের পরই উত্তরপ্রদেশের বলরামপুরে তার বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালাতেই বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
উত্তরপ্রদেশে সন্ত্রাসদমন শাখা ও দিল্লি পুলিশের যৌথ তল্লাশিতে মেলে সুইসাইডাল ভেস্ট, বিস্ফোরক লাগানো যায় এমন জ্যাকেট, বোমা তৈরির বল বেয়ারিংও। যা দেখে পুলিশের অনুমান, দিল্লি বা উত্তরপ্রদেশের কোনও এলাকায় লোন উলফ হামলার প্রস্তুতি নিচ্ছিল ইউসুফ। এদিকে তাকে জেরা করেও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বলেই খবর।