অ্যাকসেসিবিলিটি লিংক

ধর্ষণের ৭২ ঘণ্টা পরে মামলা না নেওয়ার উল্লেখ নেই লিখিত রায়ে


বাংলাদেশের হাইকোর্ট
বাংলাদেশের হাইকোর্ট

বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার লিখিত রায়ে ‘ধর্ষণের ঘটনার ৭২ ঘণ্টা পরে মামলা না নিতে’ পুলিশকে নির্দেশনার বিষয়ে উল্লেখ নেই।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে ওই ধর্ষণ মামলার লিখিত রায় প্রকাশিত হয়।

গত ১১ নভেম্বর এতে সই করেন বিচারক মোছাঃ কামরুন্নাহার। এরপর আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টে পাঠানো হয়।

গত ১১ নভেম্বর মামলার রায়ের দিন ‘ধর্ষণের ঘটনার ৭২ ঘণ্টা পরে মামলা না নিতে’ পুলিশকে নির্দেশনার কথা মৌখিকভাবে বলেছিলেন আদালত। পরে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় নানা সমালোচনার মুখে ওই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। পরবর্তীকালে প্রধান বিচারপতি ওই বিচারককে ট্রাইব্যুনাল থেকে প্রত্যাহার করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করেন।

১৫ নভেম্বর (সোমবার) এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রধান বিচারপতি এবং আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিশ্লেষণের জন্য এই মামলার সব তথ্য-প্রমাণ নিম্ন আদালত থেকে নিজ আওতায় নিয়েছেন সুপ্রিম কোর্ট।

২০১৭ সালে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী ধর্ষণের অভিযোগে বনানী থানায় মামলা করেন। ১১ নভেম্বর এই মামলার পাঁচ আসামির সবাইকে খালাস দেন আদালত।

XS
SM
MD
LG