নরওয়ের ম্যাগনাস কার্লসেন বিশ্বের শ্রেষ্ঠ দাবা খেলোয়াড়।
লন্ডনে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশীপে বুধবার কার্লসেন যুক্তরাষ্ট্রের ফাবিয়ানো ক্যারুয়ানাকে ৩-০তে হারায়। এর আগে তাদের মধ্যে ১২টি খেলা ড্র হয় যার প্রত্যেকটি খেলা চলে ৭ ঘন্টা করে।
চ্যাম্পিয়ন হয়ে কার্লসেন ৬ লাখ ২১ হাজার ডলার পুরস্কার পান আর কারুয়ানা পান ৫ লাখ ৮ হাজার ডলার।
১৯৭২ সালের পর প্রথম আমেরিকান হিসাবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশীপ জেতার আশা করেছিলেন কারুয়ানা।
সে বছর যুক্তরাষ্ট্রের দাবাড়ু ববি ফিশার সোভিয়েত ইউনিয়নের বরিস স্প্যাসকিকে হারিয়েছিলেন।