অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১জন নিহত


FILE - Soldiers of the 7th Division of the Nigerian Army meet at a cross road in Damboa, Borno State northeast Nigeria on March 25, 2016.
FILE - Soldiers of the 7th Division of the Nigerian Army meet at a cross road in Damboa, Borno State northeast Nigeria on March 25, 2016.

নাইজেরিয়ার কর্তৃপক্ষ বলেছে উত্তর পূর্বাঞ্চলের বর্নো রাজ্যে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১জন নিহত হয়।

রবিবার ডামবোয়া শহরে বিস্ফোরণ ঘটে।

তাৎক্ষনিক আক্রমণের দায় কেউ স্বীকার করেনি। তবে উগ্রবাদী চরমপন্থী গ্রুপ বোকো হারাম যে ধরনের হামলা চালায়, এই আক্রমণে তার ইঙ্গিত রয়েছে।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ২০০৯ সালে বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে ২০ হাজার মৃত্যুর জন্য বোকো হারামকে দায়ী করা হয়। ইসলামপন্থী উগ্রবাদী দল বলেছে তারা নাইজেরিয়ার মুসলিম প্রধান উত্তরাঞ্চলে কট্টোরপন্থী ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতে চায়।

XS
SM
MD
LG