শাগুফতা নাসরিন কুইন
আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ড. ফাহিমা খান এর সঙ্গে। তিনি ক্যান্সার রোগ বিষয়ে গবেষণা করেন। বর্তমানে তিনি আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের রেডিয়েশন অনকলজি বিভাগের, Clinical Research Program এর কোয়ালিটি অ্যাসুয়ারেন্সের প্রধান।
আসুন শোনা যাক ড. ফাহিমা খানের সঙ্গে আমার কথোপকথন।