অ্যাকসেসিবিলিটি লিংক

নারী কন্ঠ: ফারহানা আলমের সঙ্গে কথোপকথন


Farhana Alam
Farhana Alam

শাগুফতা নাসরিন কুইন

ফারহানা আলম বর্তমানে International Labour Organization (ILO) বা আন্তর্জাতিক শ্রম সংগঠনে কাজ করেন। তিনি ওই সংগঠনে কমিউনিকেশন্স অফিসারের দায়িত্ব পালন করেন।

আজ নারী কন্ঠে শুনুন ফারহানা আলমের সঙ্গে আমার কথোপকথন।

please wait

No media source currently available

0:00 0:10:35 0:00

Farhana Alam
Farhana Alam

আন্তর্জাতিক শ্রম সংগঠন শ্রম অধিকার, দক্ষতার উন্নয়ন, সোশাল জাসটিস, কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ

Farhana Alam
Farhana Alam

ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে।

বাংলাদেশে স্বাধীনতার পর, ১৯৭২ সালের ২২ জুন থেকে ওই সংগঠন বাংলাদেশে কাজ করছে।

ফারহানা আলম এক সময় USAID/Agro-Input Project (AIP), CNFA কাজ করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে “ফিড দ্য ফিউচার” কার্যক্রমের অধীনে ওই প্রকল্পে কৃষি ক্ষেত্রে সহায়তা প্রদান করা হয়।

ফারহানা একজন সাংবাদিক হিসেবেও কাজ করেন। তিনি প্রথম আলো পত্রিকায় নিয়মিত লেখেন।

ফারহানা আলম ভিকারুননেসা নুন স্কুল ও কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন।

XS
SM
MD
LG