অ্যাকসেসিবিলিটি লিংক

নারী কন্ঠ: রেহানা পারভীনের সঙ্গে কথোপকথন


Rehana Parveen
Rehana Parveen

শাগুফতা নাসরিন কুইন

আজ আমাদের নিয়মিত অনুষ্ঠান নারী কন্ঠ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব রেহানা পারভীনের সঙ্গে। তিনি একজন কমপিউটার ইঞ্জিনিয়ার। তবে তিনি দীর্ঘ দিন যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে লিপ্ত। এছাড়াও তিনি বাংলা ও ইংরেজীতে কবিতা ও গল্প লেখেন।

আসুন শোনা যাক তাঁর সঙ্গে আমার কথোপকথন।

please wait

No media source currently available

0:00 0:13:47 0:00
Rehana Parveen speaking at BAIPO event for Boishakhi mela at the Patents Office.
Rehana Parveen speaking at BAIPO event for Boishakhi mela at the Patents Office.

রেহানা পারভীন দীর্ঘ দিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি ভার্জিনিয়া রাজ্যের জর্জ মেসন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন এবং তিনি একজন কমপিউটার ইঞ্জিনিয়ার।

যুক্তরাষ্ট্রের Patents & Trademark Officeএ তিনি গত ২৪ বছর ধরে কাজ করছেন। তিনি সেখানে বর্তমানে Supervisory Patent Examiner হিসেবে দায়িত্ব পালন করছেন।

Rehana Parveen with Duaripara slum area children in Bangladesh, at Pallabi Hope School, run by Forward Hope.
Rehana Parveen with Duaripara slum area children in Bangladesh, at Pallabi Hope School, run by Forward Hope.

রেহানা পারভীন বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং করছেন। Forward Hope সংগঠনটির তিনি সহ প্রতিষ্ঠাতা।

Forward Hope সংগঠনটি বাংলাদেশের রাজধানী ঢাকার দুয়ারি পাড়া এলাকায় শিশুদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করে ও তাদের সাহায্য করে।

এছাড়াও তিনি ওয়াশিংটন কমিউনিটির বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে জড়িত।

Rehana Parveen
Rehana Parveen

রেহানা, বাংলা এবং ইংরেজীতে কবিতা লেখেন –ছোট গল্প লেখেন। কানিজ কুলসুম নামের একটি ছোট মেয়ের চিকিৎসার জন্য-- সেই ছেলেবেলায় রেহানা পারভীন “আপন ভুবন” শীর্ষক একটি কবিতার বই লেখেন।

XS
SM
MD
LG