অ্যাকসেসিবিলিটি লিংক

নেটোর এক বৈঠকে ট্রাম্প, জার্মানির সমালোচনা করেছেন


Trump NATO Summit
Trump NATO Summit

বুধবার, উত্তর অতলান্তিক চুক্তি সংস্থা, নেটোর এক বৈঠক শুরু হয় বিতর্কের মাঝে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জার্মানির সমালোচনা করেন। তিনি জার্মানির বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা রাশিয়ার হাতে আছে। জার্মানি হচ্ছে প্রতিরক্ষা জোটের সবচাইতে বড় ও বিত্তশীল ইউরোপীয় সদস্য।

নেটোর মহাসচীব হেন্স স্টল্টেনবার্গের সঙ্গে প্রাতরাশের বৈঠকে ট্রাম্প, রাশিয়ার জ্বালানি শক্তি কম্পানি গ্যাজপ্রমকে তাদের জলসীমায় নর্ড স্ট্রিম পাইপলাইন নির্মাণ করার অনুমতি দেওয়ার জন্য বিশেষ ভাবে জার্মানির সমালোচনা করেন।

ট্রাম্প বলেন “জার্মানি প্রতি বছর রাশিয়াকে শত শত কোটি ডলার দিচ্ছে।”

নেটোর প্রতিরক্ষা ব্যবস্থার জন্য, অন্যান্য সদস্যদের, আরও অর্থ দেওয়ার জন্য ট্রাম্প পুনরায় দাবি জানান।

XS
SM
MD
LG