অ্যাকসেসিবিলিটি লিংক

ন্যাসা সূর্যকে ছোঁয়ার 'পার্কার সোলার প্রোব' উৎক্ষেপন করেছে


The Parker Solar Probe sits in a clean room at Astrotech Space Operations in Titusville, Fla., after the installation of its heat shield, July 6, 2018.
The Parker Solar Probe sits in a clean room at Astrotech Space Operations in Titusville, Fla., after the installation of its heat shield, July 6, 2018.

সূর্যকে ছোঁয়ার ঐতিহাসিক মিশনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান যাত্রা শুরু করেছে।

রবিবার খুব ভোরে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে মহাকাশযান 'পার্কার সোলার প্রোব' ওই অভিযানে রওনা দেয়।

এই অভিযানের লক্ষ্য হচ্ছে সূর্যের আবহমন্ডল বা 'করোনা’র কাছ পর্যন্ত পৌছানো। ইতিহাসে কোন মাাকাশযান সূর্যের এক কাছে যেতে পারেনি।

যানটির নামকরণ করা হয়েছে এস্ট্রোফিজিসিস্ট ড. ইউজিন পার্কারের নামে। এই প্রথম কোন জীবিত মানুষের নামে তা করা হয়েছে। ৯১ বছর বয়সী পার্কার ১৯৫৮ সালে প্রথম সৌর বাতাস সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলেন।

XS
SM
MD
LG