ভারতের পশ্চিমবঙ্গে একটি এক্সপ্রেস ট্রেনের ১২ বগি লাইনচ্যুত হয়ে নয় জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টায় রাজ্যের জলপাইগুড়ির ময়নাগুড়ি শহরের নিকটে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় রেলওয়ের এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, "আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।"
এক বিবৃতিতে দেশটির রেলওয়ে জানিয়েছে, ট্রেনটি এক হাজার ৫৩ জন যাত্রী নিয়ে রাজস্থান থেকে আসামে যাচ্ছিল। এটি নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পরে ছাড়ে।
দেশটির রেলমন্ত্রী অশ্বিনী ভৈসনভ বলেন, তিনি "ব্যক্তিগতভাবে ঘটনা পর্যবেক্ষণ" করছেন। "আমরা আমাদের সব দায়িত্ব পালন করবো।"
প্রাণঘাতী এ ট্রেন দুর্ঘটনা এক জ্যৈষ্ঠ কর্মকর্তার নেতৃত্ব তদন্ত করা হবে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে।
এ ঘটনায় ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন।