অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে শয্যা সঙ্কট


পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে শয্যা সঙ্কট
পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে শয্যা সঙ্কট

করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে শয্যা সঙ্কটের পূর্বাভাস ইতিমধ্যে দিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই চিকিৎসক ঘাটতির আশঙ্কা যোগ করলেন কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে শয্যা সঙ্কটের পূর্বাভাস ইতিমধ্যে দিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই চিকিৎসক ঘাটতির আশঙ্কা যোগ করলেন কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সরকারি কোভিড হাসপাতালে সর্বক্ষণ করোনা রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের আর্জি জানিয়ে স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীকে একটি চিঠি দিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজর অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জানা যাচ্ছে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৩৩৭০ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। মৃত্যু হয়েছে ৬৩ জনের। দুই মাপকাঠিতেই রাজ্যের পরিসংখ্যান হল সর্বোচ্চ। আক্রান্ত এবং মৃত্যুর পরিসংখ্যানে জোড়া রেকর্ডের দিন রাজ্যের তেইশটি জেলায় সংক্রমণের ধারাবাহিকতা মোটের উপরে একই রয়েছে।

কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৭৪২ এবং ৭১২ জন। এদিন কলকাতায় মৃত্যু হয়েছে ১৬ জনের। উত্তর ২৪ পরগনায় কোভিডে মৃত্যুর সংখ্যা ১৫। পুজোর আবহে গত কয়েক দিন ধরেই প্রতিদিন পশ্চিমবঙ্গে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি ঘটে চলেছে। যার প্রেক্ষিতে রাজ্যের হাসপাতালগুলিতে ফের শয্যার জন্য চাপ বাড়ছে বলে খবর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, পুজো যত এগিয়ে আসবে সঙ্কট তত বাড়বে।


XS
SM
MD
LG