অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে নাগরিকপঞ্জির আতঙ্কে আবার একজনের মৃত্যু


People whose names were left out in the National Register of Citizens (NRC) draft stand in a queue to collect forms to file appeals near a NRC center on the outskirts of Gauhati, India, Monday, Aug. 13, 2018. (AP Photo/Anupam Nath)
People whose names were left out in the National Register of Citizens (NRC) draft stand in a queue to collect forms to file appeals near a NRC center on the outskirts of Gauhati, India, Monday, Aug. 13, 2018. (AP Photo/Anupam Nath)

ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকপঞ্জির আতঙ্কে আবার একজনের মৃত্যু হয়েছে। এবার রাজ্যের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় নাগরিকপঞ্জির আতঙ্কে মৃত্যু হয়েছে এক ব্যক্তির যার নাম সুলতান মিঞা।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

গতকাল দুপুরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে উত্তরবঙ্গের কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তির আত্মীয়া হাসেনা খাতুন বলেন, “ভোটার কার্ড ও আধার কার্ডে নাম ভুল ছিল। সেই কারণে কিছুদিন ধরে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছিল সে। সব সময় মনমরা হয়ে থাকত। নাগরিকপঞ্জির আতঙ্কেই তাঁর মৃত্যু বলে দাবি পরিবারের। শালকুমার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু কার্জি বলেন, “বেশ কিছুদিন ধরে সুলতান নাগরিকপঞ্জির আতঙ্কে ভুগছিলেন। ওঁনার বাবার নাম একেক জায়গায় একেক রকম ছিল। নিজের নামেও ভুল ছিল। সেই কারণে ছুটোছুটি করছিল। আমার কাছেও এসেছিলেন। এমন মর্মান্তিক পরিণতি হবে ভাবতেই পারিনি। নাগরিকপঞ্জির আতঙ্কেই ওঁনার মৃত্যু হয়েছে।” এদিকে এই মৃত্যুর খবর শোনার পরই মৃত ব্যক্তির বাড়িতে ছুটে যান আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানান।প্রসঙ্গত বলা যেতে পারে এনিয়ে রাজ্যে এনআরসি আতঙ্কে মৃত্যু হল প্রায় ১০ জনের ।

XS
SM
MD
LG