অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে মাদ্রাসার দায়িত্বে চার অমুসলিম মহিলা


ভারতের স্থানীয় একটি মাদ্রাসার মুসলিম ছাত্ররা কলকাতায় মাঠে ক্রিকেট খেলছে।পেছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ১৮ জুলাই ২০০৮।(ছবি-এএফপি/দেশকল্যাণ চৌধুরী)
ভারতের স্থানীয় একটি মাদ্রাসার মুসলিম ছাত্ররা কলকাতায় মাঠে ক্রিকেট খেলছে।পেছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ১৮ জুলাই ২০০৮।(ছবি-এএফপি/দেশকল্যাণ চৌধুরী)

ভারতে ধর্মীয় মেরুকরণের কথা নিয়ে চলছে বিস্তর, অনেকে বলছেন বিশেষত রাজনৈতিক দলগুলোর প্রচ্ছন্ন উদ্দীপনায় তা মাথা চাড়া দিচ্ছে। যদিও ভারতীয় সংবিধানে বরাবরই মোটা হরফে জ্বলজ্বল করে 'ধর্মনিরপেক্ষতা'র কথা, সম্প্রীতির কথা। এবার পশ্চিমবঙ্গে সেই সম্প্রীতির চিত্র এক অন্য মাত্রা নিল। মাদ্রাসা হাইস্কুলে প্রধানের দায়িত্বে হিন্দু নারীরা।

পশ্চিমবঙ্গের ইতিহাসে এই নজির সম্প্রীতির বাতাবরণে এক অন্য চিত্র তুলে ধরল বলেই মত, শিক্ষা মহলের। মাদ্রাসা স্কুলে প্রধান শিক্ষকার দায়িত্বে অমুসলিম, কথাটা তেমন প্রচলিত ছিল না। কোনও মুসলিম ব্যক্তিই দায়িত্ব পেয়েছেন এই পদের, প্রচলিত এই মতের ভাঙন ঘটল।

দীপান্বিতা পাল, দেবশ্রী কর্মকার, টুম্পা হালদার, অনিতা তন্তুবায়, এই চার নারীর হাত ধরেই ভাঙছে মানুষের মনে গড়ে ওঠা মাদ্রাসা নিয়ে প্রচলিত ধারণা।

পাণ্ডুয়ার সুলতানিয়া হাই মাদ্রাসায় এবার প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব নিচ্ছেন চুঁচুড়ার দীপান্বিতা পাল। বহুদিন মাদ্রাসায় শিক্ষিকা হিসেবে পড়ুয়াদের মধ্যে শিক্ষার আলো বিতরণ করেছেন তিনি। তবে এবার জীববিদ্যার শিক্ষিকা দীপান্বিতা পালন করবেন মাদ্রাসা হাই-এর প্রধানের ভূমিকা।

অন্যদিকে, অনিতা তন্তুবায় দায়িত্ব নিচ্ছেন পূর্ব বর্ধমানের বনদুটিয়া হাই মাদ্রাসার। টুম্পা হালদার পাচ্ছেন পুরুলিয়ার ফতেডাঙ্গা হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকার দায়িত্ব। আর দেবশ্রী কর্মকার যাচ্ছেন উত্তর দিনাজপুরের এমএনআই হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা হয়ে।

XS
SM
MD
LG