অ্যাকসেসিবিলিটি লিংক

প্রশান্ত মহাসাগরে রুশ-চীন যুদ্ধ জাহাজের প্রথম যৌথ মহড়া  


রাশিয়া এবং চীনের নৌবাহিনীর একটি দল প্রশান্ত মহাসাগরের জলে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। ২৩ অক্টোবর ২০২১। (ছবি- রয়টার্স/রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক)
রাশিয়া এবং চীনের নৌবাহিনীর একটি দল প্রশান্ত মহাসাগরের জলে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। ২৩ অক্টোবর ২০২১। (ছবি- রয়টার্স/রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক)

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজ অক্টোবরের ১৭-২৩ তারিখ পর্যন্ত প্রশান্ত মহাসাগরের পশ্চিমে তাদের প্রথম যৌথ মহড়ায় অংশ নিয়েছে।

মস্কো এবং বেইজিং, যারা অক্টোবরের শুরুতে জাপান সাগরে নৌ সহযোগিতা মহড়া করেছিল, তারা সাম্প্রতিক বছরগুলোতে ঘনিষ্ঠ সামরিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। এই সময়টাতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়েছে।

জাপান এই নৌযানগুলোকে নজরদারিতে রেখেছে। তারা এই সপ্তাহের শুরুতে জানিয়েছে যে চীন ও রাশিয়া থেকে ১০টি জাহাজ জাপানের প্রধান দ্বীপ এবং তার উত্তরের দ্বীপ হোকাইডোকে যে প্রণালী পৃথক করে সেই সুগারু প্রণালী দিয়ে যাত্রা করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, "মহড়ার অংশ হিসেবে জাহাজের ঐ বহরটি প্রথমবারের মতো সুগারু প্রণালী দিয়ে পার হয়ে গেছে।" প্রণালীটিকে আন্তর্জাতিক জলসীমা হিসাবে বিবেচনা করা হয়।

মন্ত্রক আরও জানিয়েছে, "মহড়ার কাজ ছিল রাশিয়া এবং চীনের রাষ্ট্রীয় পতাকার প্রদর্শন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দুই দেশের সামুদ্রিক অর্থনৈতিক কার্যকলাপের বিষয়গুলির অভিভাবকত্ব করা।"

XS
SM
MD
LG