সোমবার ফিলিপিন্সে ৬কোটির বেশী ভোটার মেয়াদ মধ্যবর্তী নির্বাচনে ভোট দেবে বলে আশা করা হচ্ছে। অনুমান করা হচ্ছে প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের ক্ষমতা আরও জোরদার হবে।
স্থানীয় ও জাতীয় পর্যায়ে আইন পরিষদের ১৮ হাজার আসনের মধ্যে, সেনেটের ২৪টি আসনের মধ্যে বিশেষ ভাবে শুন্য ১২টি আসনের উপর দৃষ্টি আবদ্ধ থাকবে। ওই শুন্য আসনগুলোতে দুতার্তের সমর্থনপুষ্ট প্রার্থীরাই নির্বাচিত হতে পারেন। সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলে দুতার্তের অপরাধ দমন প্রস্তাব সমর্থন পাবে। ওই সব অপরাধ দমন প্রস্তাবের মধ্যে অন্তর্ভুক্ত মৃত্যুদন্ড এবং শিশু অপরাধীদের দায়বদ্ধতার জন্য বয়স সীমা কমিয়ে দেওয়া।
সংখ্যাগরিষ্ঠতা পেলে দেশের ১৯৮৭ সালের সংবিধান সংস্কারর লক্ষ্যে দুতার্তে প্রস্তাব অনুমোদন পেতে পারে। সমালোচকদের অনেকেই আশংকা করছেন যে প্রেসিডেন্টের মেয়াদের সময় সীমা তুলে নেওয়া হবে।