ফরাসী কর্মকর্তারা বলেছেন আকস্মিক বন্যায় অন্তত ১৩জন প্রাণ হারিযেছে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে অদ জেলায় বন্যার পানি বেড়ে যাওয়ায় এক ব্যক্তি ভেসে যায়।
অদ এর স্থানীয় সরকার প্রধান অ্যাল্যা থিরিওন বলেছেন গত রাতে কয়েক ঘন্টায় কয়েক মাসের মত বৃষ্টি পড়েছে।
অনেক লোক ছাঁদের উপর উঠে যায় যেখান থেকে হেলিকপ্টর বহর তাদের উদ্ধার করে। অ্যাল্যা থিরিওন BFM-TV কে বলেছেন দুর্যোগপূর্ণ আবহাওয়া উদ্ধার তৎপরতা বিঘ্নীত করছে।