অলিম্পিকে প্রথমবার অংশ নিয়েই ফ্রি স্টাইল সাইক্লিং এ সোনা জিতলেন ব্রিটেনের শারলট ওরদিংটন। মহিলা বিভাগের এ খেলায় আমেরিকান প্রতিদ্বন্দ্বী হানা রবার্টসকে পরাজিত করেন তিনি।
উনিশ বছর বয়সে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন রবার্টস ৯৬.১ পয়েন্টে তাঁর কসরত শেষ করেন।
ওরদিংটন প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বার দারুণ দক্ষতায় ফিরে আসেন। ২৫ বছর বয়সী এই ক্রীড়াবিদ ৯৭.৫ পয়েন্ট পান।
সুইজারল্যান্ডের নিকিতা ডুকারজ দ্বিতীয় রানে ৮৯.২ পয়েন্ট পেয়ে ব্রঞ্জ জেতেন।
সাঁতারে দ্বিতীয় সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের ববি ফিংক
১৫০০ মিটার পুরুষ ফ্রি স্টাইল সাঁতারে সোনা জিতেছেন আমেরিকান ববি ফিংক। টোকিও অলিম্পিকে এটি তাঁর দ্বিতীয় স্বর্ণ।
৮০০ মিটার ফ্রি স্টাইলে যেভাবে দক্ষতার সাথে সাঁতরে তিনি সোনা জেতেন সেভাবেই দ্রুত শেষ করেন ১৫০০ মিটারের প্রতিযোগিতা। এতে তাঁর সময় লাগে ১৪ মিনিট ৩৯.৬৫ সেকেন্ড।
ইউক্রেনের মিখাইলো রমাঞ্চুক ১৪ মিনিট ৪০.৬৬ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য এবং জার্মানির ফ্লরিয়ান ওয়েলব্রক ১৪ মিনিট ৪০.৯১ সেকেন্ডে সাঁতার শেষ করে ব্রঞ্জ পান। চতুর্থ স্থান পান ইতালির গ্রেগরিও পালত্রিনিয়েরি ১৪.৪৫.০১ সময় নিয়ে।