অ্যাকসেসিবিলিটি লিংক

৫ বছরে ৩২ হাজার অভিবাসি নিহত ও নিখোঁজ- আইওএম


আন্তর্জাতিক অভিভাসন সংস্থা আইওএম বলেছে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বব্যাপী ৩২ হাজারেরও বেশী অভিবাসি নিহত ও নিখোঁজ হয়েছেন। এর মধ্যে বেশিরভাগ ঘটনা ঘটেছে ভূমধ্যসাগরে, উত্তর আফ্রিকা থেকে ইউরোপ গমনেচ্ছুদের ক্ষেত্রে।

আন্তর্জাতিক অভিভাসন সংস্থা আইওএম বলেছে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বব্যাপী ৩২ হাজারেরও বেশী অভিবাসি নিহত ও নিখোঁজ হয়েছেন। এর মধ্যে বেশিরভাগ ঘটনা ঘটেছে ভূমধ্যসাগরে, উত্তর আফ্রিকা থেকে ইউরোপ গমনেচ্ছুদের ক্ষেত্রে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা বলেছে অভিবাসি মৃত্যু ও নিখোঁজের বৈশ্বিক এই হিসাব তার পরও একেবারে সঠিক নয়, কারন বহু মৃত্যুর ঘটনার কোনো রেকর্ড নেই এবং মৃতদেহও উদ্ধার হয়না। তারপরও গবেষকরা বলেন যতোটুকু এই পরিসংখ্যানে উঠে এসেছে তাও মারাত্মক।

রিপোর্ট বলা হয় ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত ভূমধ্যসাগরে মৃত ও নিখোঁজ হওয়ার তথ্য মিলেছে ১৮ হাজার জনের। বাকীদের সম্পর্কে কোনো তথ্য নেই।

আইওএম মুখপাত্র জোয়েল মিলম্যান বলেন তাদের কাছে আসা তথ্য অনুযায়ী ২০১৪ সাল থেকে ২২০০ জন রোহিঙ্গা শরনার্থী মৃত্যুর রেকর্ড আছে এবং ২৮৮ জন আফগান শরনার্থীর মৃত্যুর রেকর্ড আছে। ২০১৮ সালে ইয়েমেনের উপকুলে ১২৫ জন মারা যায়।

২০‌১৪ সাল থেকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে মারা গেছে ১৯০৭ জন অভিবাসি।

XS
SM
MD
LG