অ্যাকসেসিবিলিটি লিংক

বরিশালে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা উদ্বোধন


ঢাকায় দাওয়াতুল ইসলাম তৃতীয় লিঙ্গের মাদ্রাসা বা তৃতীয় লিঙ্গের জন্য ইসলামিক সেমিনারিতে একজন সদস্য পবিত্র কোরান পাঠ করছেন।৬ নভেম্বর ২০২০।(ছবি-এএফপি/মুনির উজ জামান)
ঢাকায় দাওয়াতুল ইসলাম তৃতীয় লিঙ্গের মাদ্রাসা বা তৃতীয় লিঙ্গের জন্য ইসলামিক সেমিনারিতে একজন সদস্য পবিত্র কোরান পাঠ করছেন।৬ নভেম্বর ২০২০।(ছবি-এএফপি/মুনির উজ জামান)

বরিশাল নগরের রসুলপুর কলোনীতে দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে।

শনিবার স্টিমারঘাট জামে মসজিদের খতিব হযরত মাওলানা শরফুদ্দীন বেগ দা. বা. দোয়া-মোনাজাতের মাধ্যমে এর উদ্বোধন করেন।

মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় ও খাজা মাইনুদ্দীন চিসতি (রহ.) জামে মসজিদের সভাপতি হাজী কবির চাঁন চিশতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাওয়াতুল কুরআন মাদ্রাসার মহাপরিচালক মুফতি মুহাম্মাদ আব্দুর রহমান আজাদ, মাওলানা আলাউদ্দিন আব্দুল হাকীম, বরিশাল শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মুহাম্মাদ আব্দুল খালেক বিশ্বাস, দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার প্রধান প্রশিক্ষক মাওলানা আব্দুল আজীজ হোসাইনী, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি মল্লিকা, কাকলী ও সালমা।

ওই দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার এখন ৫০ জন শিক্ষার্থী ইসলামি শিক্ষা নিচ্ছেন।

XS
SM
MD
LG