অ্যাকসেসিবিলিটি লিংক

বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দী মারা গেছে


একুশে পদক প্রাপ্ত বিখ্যাত সংগীত শিল্পী দীর্ঘ ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশী গানে কন্ঠ দেয়া চারবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ও চারবার বাচসাচ পুরষ্কার পাওয়া সুবীর নন্দী বাংলা গানের ভুবন ছেড়ে চির বিদায় নিলেন।

একুশে পদক প্রাপ্ত বিখ্যাত সংগীত শিল্পী দীর্ঘ ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশী গানে কন্ঠ দেয়া চারবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ও চারবার বাচসাচ পুরষ্কার পাওয়া সুবীর নন্দী বাংলা গানের ভুবন ছেড়ে চির বিদায় নিলেন।

সুবীর নন্দী দীর্ঘ দিন ধরে কিডনী জটিলতায় ভুগছিলেন। এর মধ্যে তার ২বার হার্ট অ্যাটাক হয়। অবশেষে ৬৬ বছর বয়সী এই শিল্পী আজ মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সংগীত জগত থেকে শুরু করে সর্ব সাধারনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

শিল্পী সুবীর নন্দী বিখ্যাত গানগুলো হলো আমার এ দুটি চোখ পাথর তো নয়, হাজার মনের কাছে প্রশ্ন রেখে, কত যে তোমায় বেসেছি ভাল, ও আমার উড়াল পংখিরে। ঢাকা থেকে নাসরিন হুদা বিথীর রিপোর্ট।

বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দী মারা গেছেন
please wait

No media source currently available

0:00 0:01:30 0:00

XS
SM
MD
LG