ভারতের পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের হত্যাকারী জঙ্গি বলবন্ত সিং রাজওয়ানার সাজা ছিল মৃত্যুদণ্ড। কেন্দ্রীয় সরকার সেই মৃত্যুদণ্ড রদ করে তা যাবজ্জীবন করেছে।
কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।
সূত্রের খবর, ইতিমধ্যেই রাজওয়ানার মৃত্যুদণ্ড রদের সিদ্ধান্তের কথা পাঞ্জাব সরকারকে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। উল্লেখ করা যেতে পারে, ১৯৯৫ সালের ৩১ আগস্ট গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা বিয়ন্ত সিং। তাঁর হত্যার নেপথ্যে ছিল শিখ জঙ্গি সংগঠন বব্বর খালসা। ওই সংগঠনেরই সদস্য ছিল পাঞ্জাব পুলিশের কনস্টেবল বলবন্ত সিং রাজওয়ানা। এদিকে, TADA মামলায় ১৮ থেকে ২৮ বছর পর্যন্ত জেলে সাজ ভোগ করা বেশ কয়েকজন শিখ বন্দিকে মুক্ত করার সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্রীয় সরকার। গত সেপ্টেম্বর মাসেই রাজওয়ানার মৃত্যুদণ্ড রদ করার খবর পাওয়া গিয়েছিল। তবে সেবারে কোনও ‘নোটিফিকেশন’ জারি করেনি কেন্দ্র। এবার রীতিমতো নির্দেশিকা জারি করে তা জেল প্রশাসন ও পাঞ্জাব সরকারের কাছে পাঠানো হয়েছে।