অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশকে যুক্তরাষ্ট্র মজুত থেকে ভ্যাকসিন দেবে


বাংলাদেশকে যুক্তরাষ্ট্র মজুত থেকে ভ্যাকসিন দেবে
বাংলাদেশকে যুক্তরাষ্ট্র মজুত থেকে ভ্যাকসিন দেবে

করোনা ভ্যাকসিন সংকটে পড়া বাংলাদেশকে যুক্তরাষ্ট্র নিজস্ব মজুত থেকে ভ্যাকসিন দেবে বলে সম্মত হয়েছে।

করোনা ভ্যাকসিন সংকটে পড়া বাংলাদেশকে যুক্তরাষ্ট্র নিজস্ব মজুত থেকে ভ্যাকসিন দেবে বলে সম্মত হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন রোববার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে এ খবর দিয়ে বলেছেন, কত পরিমাণ ভ্যাকসিন দেয়া হবে তা জানানো হয়নি।

রাশিয়ার সাথে চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তবে কবে নাগাদ এই চুক্তি হচ্ছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বাংলাদেশ রাশিয়া থেকে ৫০ লাখ স্পুতনিক-ভি ভ্যাকসিন কেনার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। ভ্যাকসিনের দাম বেশি থাকা ও অন্যান্য জটিলতার কারণে রাশিয়ার সাথে আলোচনা দীর্ঘায়িত হচ্ছে বলে সোমবার ঢাকায় কর্মকর্তারা জানান। তবে পররাষ্ট্রমন্ত্রী এখন চুক্তির ব্যাপারে আশাবাদী।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনেটভ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে বলেছেন, তার দেশ বাংলাদেশের সাথে যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনে আগ্রহী। তারা ভ্যাকসিনও সরবরাহ করবে।

সোমবার ঢাকায় নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, বাংলাদেশের এই মুহুর্তের অগ্রাধিকার হচ্ছে রাশিয়া থেকে ভ্যাকসিন আমদানি। এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বড় বড় দেশের ভ্যাকসিন মজুত করে রাখার নীতির সমালোচনা করেছেন।

চীনের সাথে সিনোফার্মের ভ্যাকসিন আমদানির চুক্তি চূড়ান্ত হলেও হঠাৎ কিছু জটিলতা সৃষ্টির কারণে সঠিক কবে চুক্তি হচ্ছে তা এখনও স্পষ্ট নয় বলে সোমবার জানা গেছে।...ঢাকা থেকে আমীর খসরু

বাংলাদেশকে যুক্তরাষ্ট্র মজুত থেকে ভ্যাকসিন দেবে
please wait

No media source currently available

0:00 0:01:48 0:00


XS
SM
MD
LG