অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামে চার রোহিঙ্গা নারী আটক


Rohingya women captured in Bogura. Photo taken by Belal Hossain
Rohingya women captured in Bogura. Photo taken by Belal Hossain

বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামে চার রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

বগুড়া থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা প্রতীক ওমর।

please wait

No media source currently available

0:00 0:00:33 0:00

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক দালালসহ চার রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে পাসপোর্ট অফিসে আবেদন করতে এসে সন্দেহ হলে সদর থানার পুলিশ তাদের আটক করে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।

ভয়েস ওভার: পাসপোর্ট করতে এসে কুড়িগ্রাম আঞ্চলিক অফিসে চার রহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় এক দালালের মাধ্যমে তারা মালএশিয়ার যাওয়ার উদ্যেশে ভিসা করতে এসেছিলো।

এবিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি তদন্ত রওষন কবির ভয়েস অফ আমেরিকাকে জানান

‘জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের আনিছুর রহমানের স্ত্রী আরিফা খাতুন আত্মীয় পরিচয়ে চার রোহিঙ্গা নারীকে মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট করতে আসে। তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়।’

পে-অফ: আটককৃতরা কক্সবাজারের কুতুব আলম রহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের নাম ফাতেমা, মীম, আলেয়া খাতুন, নুরিকা খাতুন।

XS
SM
MD
LG