অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের দুর্গা পুজা মঙ্গলবার শেষ  হয়েছে 


Immersion ceremoney of an idol of goddess Durga the Buriganga river in Dhaka
Immersion ceremoney of an idol of goddess Durga the Buriganga river in Dhaka

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের, পাঁচ দিন ব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পুজা মঙ্গলবার শেষ হয়েছে।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

রাজধানী ঢাকায় আজ ভক্তরা দশমী পূজা এবং বিকেলে বুড়িগঙ্গা নদীতে দেবী দুর্গার মূর্তি বিসর্জনের মাধ্যমে এ বছরের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি টানেন। এ বছর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সারা দেশে ৩১ হাজারের ওপর পুজামণ্ডপে শান্তিপূর্ণ ভাবে দুর্গা পূজা উদযাপিত হয়। বিজয়া দশমী উপলক্ষে মঙ্গলবার ছিল সরকারী ছুটির দিন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গা পূজা উপলক্ষে পৃথক বার্তায় দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া খবরে জানা গেছে আজ বিকেলেই ভক্তরা দেবী দুর্গার মূর্তি বিভিন্ন নদ নদী ও জলাশয়ে বিসর্জন দিয়ে দুর্গা পূজা সমাপ্ত করেছেন।

XS
SM
MD
LG