অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে কতো ভাগ মানুষ টিকা নেবেন এর কোনো তথ্য নেই


বাংলাদেশে ঠিক কতো ভাগ মানুষ করোনার টিকা নেবেন এর কোনো সঠিক তথ্য নেই। এখন পর্যন্ত এ নিয়ে সরকারি বা বেসরকারি কোনো পর্যায়েই জরিপ হয়নি। এরফলে কতো টিকা লাগবে তাও অজানা। এ সম্পর্কে জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল বলেছেন, সমাজে সবাই হয়তো ভ্যাকসিন নিতে চাইবেন। তাই এ বিষয়ে একটি জরিপ হওয়া জরুরি। 

বাংলাদেশে ঠিক কতো ভাগ মানুষ করোনার টিকা নেবেন এর কোনো সঠিক তথ্য নেই। এখন পর্যন্ত এ নিয়ে সরকারি বা বেসরকারি কোনো পর্যায়েই জরিপ হয়নি। এরফলে কতো টিকা লাগবে তাও অজানা। এ সম্পর্কে জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল বলেছেন, সমাজে সবাই হয়তো ভ্যাকসিন নিতে চাইবেন। তাই এ বিষয়ে একটি জরিপ হওয়া জরুরি।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ ব্যাপারে তারা একটি অ্যাপ তৈরি করবে। এই অ্যাপে সাধারণ মানুষ ঢুকতে পারবে কিনা এমন প্রশ্ন তুলেছেন জনস্বাস্থ্যবিদরা। তারা বলছেন, এই টিকা কতো ভাগ মানুষকে ফ্রি দেয়া হবে তাও এখন পর্যন্ত খোলাসা করা হয়নি। প্রথম ধাপে টিকা আসবে ৫০ লাখ ডোজ। এর বাইরে কোভ্যাক্স থেকে টিকা পাবার কথা রয়েছে।

এ সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, ভ্যাকসিন কার্যক্রম খুব জটিল প্রক্রিয়া। বড় ধরনের চ্যালেঞ্জও। কারণ সবার মধ্যেই টিকা পাওয়ার প্রত্যাশা রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে ড্রাইরান ছাড়াই ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি চলছে। অথচ ভারতসহ দুনিয়ার অন্যান্য দেশ ড্রাইরান করেছে। বাংলাদেশের বিশেষজ্ঞরা এই পরামর্শ দিয়েছিলেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় আমলে নেয়নি। এখন বলা হচ্ছে, অল্পকিছু মানুষের ওপর পাইলট টেস্ট করা হবে। কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট টাক্সফোর্সের সদস্য সচিব ডা. শামসুল হক সংবাদ মাধ্যমকে বলেছেন, অন্তত তিনটি স্থানে ট্রায়ালের প্রয়োজনের পক্ষে তারা মত দিয়েছেন। উপজেলা পর্যায়েও একটা ট্রায়াল হতে পারে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, টিকা দেয়ার আগে ড্রাইরান করা উচিত। যাতে ভ্যাকসিন দেয়ার সময় কোনো সমস্যার মোকাবিলা করতে না হয়।

ওদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭১ জন।

তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে এসে ওয়েস্ট ইন্ডিজ দলকে ঢাকায় তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। দলটি রোববার দুপুরে ঢাকায় পৌঁছেছে। দলের সবার করোনা টেস্টের পর খেলার সুযোগ দেয়া হবে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:01:43 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG