অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে তামাকের ব্যবহারকারীদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে


No Smoking sign
No Smoking sign

গত আট বছরে বাংলাদেশে তামাকের ব্যবহারকারীদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে বলে গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে গ্যাটস প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে।

ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:05:30 0:00

প্রতিবেদনে বলা হয়েছে ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৮ বছরেদেশটিতে তামাক ব্যবহারকারীর সংখ্যা ৮ শতাংশ কমেছে। ২০১৭ সাল শেষে তামাক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে দেশের মোট জনসংখ্যার ৩৫ দশমিক ৩ শতাংশে যা ২০০৯ সালে ৪৩ দশমিক ৩ শতাংশ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয় ধোঁয়াবিহীন এবং ধোঁয়াযুক্ত তামাক ব্যবহারকারীদের মধ্যে ১৫ বছর থেকে তার বেশি বয়সী ৩ কোটি ৭৮ লাখ মানুষ রয়েছে বাংলাদেশে। যেখানে প্রতিদিন তামাকের নতুন নতুন ব্যবহারকারী বাড়ছে এবং যুব সমাজ তামাকের দিকে ঝুঁকে
পড়ছেন সেখানে গত ৮ বছরে তামাক ব্যবহারকারীর সংখ্যা ৮ শতাংশ কমার বিষয়টাকে একটি বড় অর্জন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা ।

বাংলাদেশের বেসরকারি সংস্থা ইয়াং পাওয়ার ইন সোশাল অ্যাকশন ঈপ্সা এর তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ওমর গ্যাটস এর প্রতিবেদনে তামাকের ব্যাবহার রোধে বাংলাদেশের অগ্রগতির যে তথ্য তূলে ধরা হয়েছে তাকে
কিভাবে দেখছেন এমন এক প্রশ্নেরে জবাবে তিনি ভয়েস অফ অ্যামেরিকাকে বলেন এটা তামাক ব্যাবহার নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অর্জন।

মোহাম্মদ ওমর বলেন তামাকের বিষাক্ত ছোবল থেকে দেশকে মুক্ত করতে হলে এ খাতে কর্মরত সকল সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোকে আরও আন্তরিক হতে হবে এবং একই সাথে বিদ্যমান আইন ও বিধি বিধান সমূহকে যুগপযুগি করে তার কঠোর
প্রয়োগের ব্যবস্থা নিতে হবে।

XS
SM
MD
LG