বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার ৭২.৯ শতাংশ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান বলেন গত বছর দেশে সাক্ষরতার হারছিল ৭২.৩ শতাংশ। তিনি বলেন দেশে এখনও নিরক্ষরেরে সংখ্যা ৩ কোটি ২৫ লাখ মানুষ এবং বিদ্যালয় বিদ্যালয় বহির্ভূত ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুর সংখ্যা ১০ লাখ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্য উপাত্তের ভিত্তিতে সাক্ষরতা সংক্রান্ত এসকল পরিসংখ্যান তুলে ধরে গণ শিক্ষামন্ত্রী জানিয়েছেন উপা-আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে নিরক্ষরদের সাক্ষরতা জ্ঞান এবং বিদ্যালয় বহির্ভূত শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া
হবে।
অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক করা উচিত বলে মন্তব্য করে তিনি বলেন বিষয়টি প্রাথমিক বিবেচনার জন্য কেবিনেটের কাছে পাঠানো হয়েছে।