অ্যাকসেসিবিলিটি লিংক

বিজিবি’র মহাপরিচালক সেন্টমার্টিন সফর করেছেন


Border Guard Bangladesh troops land on the St Martin's Island in Cox's Bazar yesterday. This “heavily armed” deployment comes under a government directive for ensuring overall security of the island, the BGB said. Photo: Courtesy of BGB
Border Guard Bangladesh troops land on the St Martin's Island in Cox's Bazar yesterday. This “heavily armed” deployment comes under a government directive for ensuring overall security of the island, the BGB said. Photo: Courtesy of BGB

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, সেন্টমার্টিন সফর করেছেন।

এ সম্পর্কে আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসাইন সাকিল বিস্তারিত জানিয়েছেন তার রিপোর্টে।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম সেন্টমার্টিন সফরকালে বলেছেন, সেন্টমার্টিন ভৌগলিক অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ হওয়ায় বিজিবি সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে দায়িত্ব পালন করবে এবং সেন্টমার্টিনে বিজিবিকে আরো সুসংগঠিত করা হবে।

মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিন সফরকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

দুপুর দেড়টার দিকে সেনাবাহিনীর বিশেষ এক হেলিকপ্টারে করে তিনি সেন্টমার্টিন পৌছেন।

এরপর তিনি মোটর সাইকেলে চড়ে সেন্টমার্টিনের পূন:স্থাপিত বর্ডার আউট পোস্ট (বিওপি) এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।

৭ এপ্রিল থেকে সেন্টমার্টিনে বিজিবি বিওপি পূন:স্থাপন করা হয়। এরপর এটি বাহিনী প্রধানের প্রথম সফর।

এ সফরে সীমান্ত নিরাপত্তাসহ সেন্টমার্টিন বিজিবি’র বিভিন্ন কার্যক্রম আরো সুসংগঠিত করার চেষ্টা করছেন বিজিবি মহাপরিচালক।

XS
SM
MD
LG