অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বভারতীর থেকে রাস্তা ফেরত নিল পশ্চিমবঙ্গ সরকার


বিশ্বভারতীর থেকে রাস্তা ফেরত নিল পশ্চিমবঙ্গ সরকার

বিশ্বভারতীর থেকে রাস্তা ফেরত নিল পশ্চিমবঙ্গ সরকার। বিশ্বভারতীর কাচের মন্দির থেকে কালিসায়র পর্যন্ত রাস্তা বিশ্বভারতী কর্তৃপক্ষের থেকে ফেরত নিল রাজ্য সরকার। ওই রাস্তার অধিকার বিশ্বভারতীকে দিয়েছিল PWD। 

বিশ্বভারতীর থেকে রাস্তা ফেরত নিল পশ্চিমবঙ্গ সরকার। বিশ্বভারতীর কাচের মন্দির থেকে কালিসায়র পর্যন্ত রাস্তা বিশ্বভারতী কর্তৃপক্ষের থেকে ফেরত নিল রাজ্য সরকার। ওই রাস্তার অধিকার বিশ্বভারতীকে দিয়েছিল PWD। সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ করা হয়েছিল। তবে রাজ্যের বীরভূম জেলার বোলপুরে পৌঁছেই ওই রাস্তা ফেরত নেওয়ার কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বোলপুরে দাঁড়িয়েও দুয়ারে সরকার প্রকল্পের সাফল্যের দাবি করলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে নতুন এক প্রকল্পের কথাও জানালেন। পাড়ায় পাড়ায় সমাধান। অর্থাৎ সাধারণ মানুষের সমস্যা সমাধানে এবার তৃণমূল স্তরে নেমে কাজ করবে রাজ্যের সরকার।

এদিন তৃণমূল সুপ্রিমো দাবি করেন, বিশ্বভারতী এখন বহিরাগতদের দখলে চলে গিয়েছে। তিনি বলেন, ''অমর্ত্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গর্ব। বাংলার গর্ব। বাংলার সংস্কৃতিকে বারবার টার্গেট করা হচ্ছে। আমাকে যেমন রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে। অমর্ত্য সেনের মতো মানুষকে টার্গেট করা হচ্ছে।

বাংলার সংস্কৃতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। আমি দেশের মানুষকে বহিরাগত বলছি না। তবে বিজেপি বহিরাগত মানসিকতা আমদানি করেছে। এই মনোভাবে বাংলার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা চলছে। তবে বলে রাখি, বাংলার সংস্কৃতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হলে আমরা চুপচাপ থাকব না।''

please wait

No media source currently available

0:00 0:01:12 0:00


XS
SM
MD
LG