১০ ডিসেম্বর পূর্ণ হচ্ছে জাতিসংঘ সর্বজনীন মানবাধিকার ঘোষণার ৭০ বছর। ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় অধিকারের নিশ্চয়তা দিয়ে ১৯৪৮ সালের এদিনেই গৃহীত হয় ঘোষণাটি। কিন্তু যে লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে যাত্রা শুরু করেছিল, বর্তমানে তা হুমকির মুখে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান মিশেল বেচলেট বিশ্ব মানবাধিকার পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন। মানবাধিকার কর্মী এ্যাডভোকেট সানায়া ফাহিম আনসারি এবং Human Rights and Peace for Bangladesh (HRPB) প্রেসিডেন্ট এ্যাডভোকেট মন্জিল মোরশেদের সঙ্গে কথা বলে রিপোর্ট করছেন সেলিম হোসেন।