অ্যাকসেসিবিলিটি লিংক

বৃটিশ তেল ট্যাংকার আটক করেছে ইরান


হরমুজ প্রনালী দিয়ে স্টেনা ইমপেরো অয়েল ট্যাংকার চলার পথে একটি ইরানী প্যাট্রোল বোটের উপস্থিতির বিষয়ে হুশিয়ারী করেছে বৃটিশ যুদ্ধ জাহাজ। পরে ইরান ঐ ট্যাংকার আটক করেছে বলে বলা হচ্ছে।

বৃটিশ নৌ নিরাপত্তা ফার্মের ছাড়া এক অডিওতে বৃটিশ নৌবাহিনী কর্মকর্তা ড্রায়াড গ্লোবালের কন্ঠ রয়েছে যাতে তিনি ট্যাংকারকে বলছেন তারা আন্তর্জাতিক পানী সীমায় আছে এবং প্রনালির পথে বাধা দেয়া, ক্ষতি করা, জোর করে প্রবেশ করা বা পথ বন্ধ করা চলবে না।

পরে তিনি ইরানী প্যাট্রোল বোটকে লক্ষ্য করে বলছেন, “এটা নিশ্চিত করুন যে আপনারা আন্তর্জাতিক আইন লংঘন করছেন না এবং এমভী স্টেনার কোনো ক্ষতি করছেন না”।

ইরানী অফিসার বলছেন ট্যাকারের পথ বদলাতে। বলছেন, “আপনারা আইন মানুন, আপনারা তাহলে নিরাপদ থাকবেন। আপনাদের গতিপথ দ্রুত ৩৬০ ডিগ্রি বদলান”।

XS
SM
MD
LG