বৃটেনের গ্যাটউইক বিমান বন্দরে ড্রোন চালিয়ে বিমান ওঠানামার স্বাভাবিক গতি নষ্ট করায় বৃটিশ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক নারী ও পুরুষ।
তাদের সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। সাসেক্স পুলিশ বলেন শুক্রবার শেষ বেলার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কি কারনে তারা বিমান বন্দরের নিষিদ্ধ স্থানে ড্রোন ওড়ায় তা জানতে তদন্ত অব্যাহত রেখেছে। ড্রোন চলার কারনে বৃটেনের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরের স্বাভাবিক বিমান ওঠানামা বন্ধ রাখে কতৃপক্ষ। তবে শুক্রবার শেষ বেলার দিকে বিমান ওঠানামা চালু করা হয়।
সাসেক্স পুলিশ সুপার জাস্টিন বার্টেনশ বলেন গ্যাটউইক অঞ্চলে ড্রোনের এই ওড়ার ঘটনা অপ্রত্যাশিত। গ্যাটউইক বিমান বন্দরের স্বাভিবিক বিমান ওঠানামা বন্ধ হওয়ার প্রভাব পড়ে বৃটেনের প্রধান ও র্বহত্তম বিমান বন্দর হিথ্রোতেও। গ্যাউইক দিয়ে বছরে ৪৩ মিলিয়ন বা ৪ কোটি ৩০ লক্ষ যাত্রী আসা যাওয়া করে।