লেবাননের রাজধানীতে বৃহস্পতিবার বিক্ষোভের সময় বন্দুকযুদ্ধে অন্তত চারজন নিহত ও ২০ জন আহত হয়েছে। গত বছর বন্দরে মারাত্মক বিস্ফোরণের তদন্তকারী বিচারকের বিরুদ্ধে বিক্ষোভ চলছিল।
প্রধানমন্ত্রী নাজিব মিকাতি শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন এবং জনগণকে গৃহযুদ্ধে না যেতে আহ্বান জানিয়েছেন। সেনাবাহিনী সতর্ক করেছিল যে কেউ গুলি করলে তার বিরুদ্ধে গুলি চালানো হবে।
বৃহস্পতিবারের সহিংসতার কারণ কী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
বিচারক তারেক বিতারের বিরুদ্ধে সমাবেশ করতে জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ এবং তার সহযোগীরা বৈরুতে বিচারকের বাড়ির কাছে জড়ো হয়েছিলো । কিছু কর্মকর্তাকে বাদ দিয়ে তদন্তের রাজনীতিকিকরণ করা হচ্ছে, এই অভিযোগ এনে দলগুলো তাকে অপসারণের দাবি করেছে।
২০২০ সালের আগস্ট মাসে একটি বন্দরে এ বিস্ফোরণের কারণ ছিল বন্দরের একটি গুদামে অনুপযুক্তভাবে সঞ্চিত অ্যামোনিয়াম নাইট্রেট। যার ফলে ২০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং হাজার হাজার লোক আহত হয়েছিল। বিস্ফোরণে আশেপাশের এলাকার অনেক অংশ ধ্বংস হয়।
[ এই প্রতিবেদনের জন্য তথ্য এসেছে অ্যাসোসিয়েটেড প্রেস, এএফপি এবং রয়টার্স থেকে]