অ্যাকসেসিবিলিটি লিংক

ব্যারিস্টার মইনুল হোসেনের মুক্তি দাবি


বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের মুক্তি দাবি করেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।

বুধবার ঢাকায় এক সভায় দাবি করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। সংগঠনটির সভাপতি জয়নুল আবেদিন বলেন, ব্যারিস্টার মইনুল হোসেন বারের সাবেক সভাপতি ছিলেন। এদেশে যখন একদলিয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করা হয়েছিল তখন একজন রাজনীতিবিদ হিসাবে এর প্রতিবাদে তিনি সংসদ থেকে পদত্যাগ করেছিলেন বলে উল্লেখ করে তিনি বলেন এমন একজন ব্যক্তির বিরুদ্ধে একর পর এক মানহানির মামলা দেয়া দুঃখজনক।

জয়নুল আবেদিন বলেন একজন আইনজীবী নেতাকে অসম্মান করা মানে আইন পেশার সাথে জড়িত সকলকে অসম্মান করা। তিনি অভিযোগ করেন ব্যারিস্টার মইনুল হোসেন ঐক্যফ্রন্টের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারনে তাঁকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সরকারের নির্দেশে একের পর এক মামলা দেয়া হচ্ছে।

please wait

No media source currently available

0:00 0:00:42 0:00

XS
SM
MD
LG