ব্রাজিলের সব চাইতে পুরনো যাদুঘরে রবিবার রাতে যে ব্যাপক অগ্নিকান্ড ঘটে, তা এখন নিয়ন্ত্রণ করা গেছে বলে জানিয়েছেন অগ্নি নির্বাপক বিভাগের মুখপাত্র রোবেরতো রোবাদে। তিনি সোমবার ভোরে বলেন আরও কয়েক ঘন্টার মধ্যে আগুন সমপূর্ণ ভাবে নেভানো যাবে।
২০০ বছরের পুরনো জাতীয় যাদুঘরে প্রত্নসম্পদের ২ কোটি নিদর্শন সংরক্ষিত ছিল।
ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের বলেন অপরিমেয় ক্ষতি হয়েছে। এক বিবৃতিতে বলেন “ব্রাজিলের জন্য এটা একটা দুঃখের দিন। ২০০ বছরের গবেষণা ও কাজ এবং জ্ঞান হারিয়ে গেল।”
রোববার রাতে জাদুঘর বন্ধ হওয়ার পর কোনো এক সময় ওই ভবনে আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হল তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।