অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটিশ সাংসদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা সন্ত্রাসবাদী হামলা


দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের লে-অন-সি-তে ইস্টউডের সেন্ট পিটার ক্যাথলিক প্যারিশে শেষকৃত্য অনুষ্ঠানের আগে কনজারভেটিভ ব্রিটিশ সাংসদ ডেভিড অ্যামেসের একটি ছবি রাখা হয়েছে। ১৫ অক্টোবর ২০২১। (ছবি-এএফপি/টোলগা আকমেন)
দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের লে-অন-সি-তে ইস্টউডের সেন্ট পিটার ক্যাথলিক প্যারিশে শেষকৃত্য অনুষ্ঠানের আগে কনজারভেটিভ ব্রিটিশ সাংসদ ডেভিড অ্যামেসের একটি ছবি রাখা হয়েছে। ১৫ অক্টোবর ২০২১। (ছবি-এএফপি/টোলগা আকমেন)

শুক্রবার একটি গীর্জার ভেতরে উপর্যুপরি ছুরিকাঘাতে ব্রিটিশ সংসদ-সদস্যকে হত্যার ঘটনাকে পুলিশ সন্ত্রাসবাদী হামলা হিসেবে দেখছে।

৬৯ বছর বয়সী ডেভিড অ্যামনেস ইংল্যান্ডের এসেক্স’এর সাউথেন্ড ওয়েস্ট থেকে নির্বাচিত ব্রিটেনের রক্ষনশীল দলের সদস্য। কর্মকর্তারা বলছেন শুক্রবার দক্ষিণ-পূর্ব ব্রিটেনে তার নিজের নির্বাচনী এলাকা পরিদর্শনের সময়ে তাঁকের আক্রমণ করা হয়।

শনিবার এক বিবৃতিতে মেট্রপলিটান পুলিশ বলে যে যদিও তাদের তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, “ইসলামপন্থি উগ্রবাদই সম্ভবত এই ঘটনায় ইন্ধন যুগিয়েছিল বলে প্রকাশ পেয়েছে”। পুলিশ একজন ২৫ বছর বয়সী ঐ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। পুলিশ তাকে সোমালী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হিসেবে চিহ্নিত করেছে। এই সন্দহভাজন ব্যক্তিকে সন্তারাস বিরোধী কর্মকর্তারা জিজ্ঝাসাবাদ করছেন এবং ইসলামি উগ্রবাদীদের সঙ্গে তার সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়টি যাচাই করে দেখছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন।“স্যার ডেভিড অ্যামনেসকে হারিয়ে আজ আমরা হতবাক হয়েছি,শোকার্ত বোধ করছি”। অ্যামনেসকে প্রধানমন্ত্রী, “ রাজনীতিতে একজন পরমদয়ালু, চমত্কার এবং সজ্জন” বলে বর্ণনা করেন এবং পশুর বিরুদ্ধে নির্মম আচরণের অবসানের জন্য তিনি যে প্রচেষ্টা চলিয়ে গেছেন প্রধানমন্ত্রী তারও উল্লেখ করেন।

অ্যামনেস বিবাহিত ছিলেন। পাঁচ সন্তানের জনক অ্যামনেস ১৯৮৩ সাল থেকে ব্রিটিশ সংসদের সদস্য ছিলেন।

গত পাঁচ বছরে অ্যামনেস হচ্ছেন ব্রিটিশ সংসদের দ্বিতীয় সদস্য যাকে হত্যা করা হলো। পাঁচ বছর আগে জো কক্সকে তারই নির্বাচনী এলাকার চরম ডানপন্থি একজন হত্যা করে।

(এই প্রতিবেদনের কিছু তথ্য এপি ও রয়টার্স থেকে নেওয়া)

XS
SM
MD
LG