অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতকে হারালেই পাকিস্তানের ক্রিকেটারদের ব্ল্যাঙ্ক চেক, ঘোষণা রমিজ রাজার


পাকিস্তান ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান রমিজ রাজা লাহোরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ১৩ সেপ্টেম্বর ২০২১। (ছবি-এপি/কে এম চৌধুরী)
পাকিস্তান ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান রমিজ রাজা লাহোরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। ১৩ সেপ্টেম্বর ২০২১। (ছবি-এপি/কে এম চৌধুরী)

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা এক সাক্ষাৎকার বলেছেন, "আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের দল যদি ভারতকে হারাতে পারে, তা হলে ক্রিকেটাররা যা চাইবে, তাই দেব। প্রয়োজনে প্রত্যেকের নামে ব্ল্যাঙ্ক চেক লিখে দেব, যে যাঁর মতো অর্থের পরিমাণ বসিয়ে নেবে।" নিজেদের জাতীয় দলের ক্রিকেটারদের উদ্দীপনা যোগাতে এই মন্তব্য করলেন রমিজ রাজা।

রাজা জানিয়েছেন, একজন বিনিয়োগকারী পিসিবিকে প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি পাকিস্তান আসন্ন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে পরাজিত করে তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ব্ল্যাঙ্ক চেক উপহার দেবে।

এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে আইসিসির ওয়ানডে বিশ্বকাপ বা টি টোয়েন্টি বিশ্বকাপে জিততে পারেনি পাকিস্তান। তারমধ্যেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একটি শক্তিশালী রেকর্ড রয়েছে। আইসিসির বিশ্বকাপে এখনও পর্যন্ত ১২-০ তে এগিয়ে রয়েছে ভারত। ৫০ ওভারের বিশ্বকাপে ৭ বার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৫ বার জিতেছে ভারত।

XS
SM
MD
LG