অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের গুজরাটে মা হলেন ৭০-এর বৃদ্ধা


সন্তান কোলে নিয়ে জিভুবেন বালাভাই রাবাড়ি- ফটো- দ্য ওয়াল
সন্তান কোলে নিয়ে জিভুবেন বালাভাই রাবাড়ি- ফটো- দ্য ওয়াল

৭০ বছর বয়সে এসে টেস্টটিউবের মাধ্যমে অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন গুজরাটের এক বৃদ্ধা। সূত্রের খবর, বিয়ের প্রায় ৪৫ বছর পর মা হয়েছেন জিভুবেন বালাভাই রাবাড়ি। আনন্দে উদ্বেল এখন তিনি।

প্রায় ১ মাস আগে এই ঘটনাটি ঘটেছে গুজরাটের কছ এলাকায়। যা বেশ চ্যালেঞ্জিং ছিল ডাক্তারদের কাছেও। তবে সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন ভুজের ডাক্তাররা। শেষ অবধি তাঁদের অদম্য চেষ্টা এবং সেই বৃদ্ধার ইচ্ছাশক্তির জেরেই মিলেছে সফলতা।

জানা গিয়েছে, ডাক্তাররা প্রথমে সেই বৃদ্ধাকে কাউন্সেলিং করান, তাঁকে বোঝান যে এই বয়সে এসে মা হওয়ার ঝুঁকি কতখানি। তবে তিনি নাছোড়বান্দা ছিলেন। ফলত ডাক্তাররা সেই বৃদ্ধার জেদের কাছে হার মানেন। ডাক্তার নরেশ ভানুশালী জানিয়েছেন, "আমরা প্রথমে ওষুধের মাধ্যমে ফের তাঁর ঋতুচক্র শুরু করি। এরপর পদ্ধতি অনুযায়ী টেস্টটিউবে ভ্রূণ তৈরি করে সেটি তাঁর ইউট্রাসে স্থাপন করি।"

গোটা বিষয়টিই একটি মস্ত বড় পরীক্ষা ছিল ডাক্তারদের কাছে। ধীরে ধীরে বিষয়টি সফলতার পথে এগোতেই ডাক্তাররা বুঝতে পারেন, তাঁদের দীর্ঘ কয়েক মাসের প্রচেষ্টা ব্যর্থ হয়নি। বরং ১০০ শতাংশই সফল। সূত্রের খবর, আপাতত মা ও সন্তান দুজনেই সুস্থ সবল রয়েছে।

XS
SM
MD
LG