অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের ঝাড়খণ্ডে মাওবাদীদের আক্রমণ


India
India

ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোট মিটতেই মাওবাদী নাশকতার ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার লাগোয়া কুঁচাই থানার রায়সিন্ধ্রি পাহাড়ে ধারাবাহিক আইডি বিস্ফোরণে আহত নিরাপত্তা বাহিনীর ১১ জওয়ান। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহত জওয়ানদের উদ্ধার করে আকাশপথে নিয়ে যাওয়া হয়েছে রাঁচিতে।

কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

পুরুলিয়ার বলরামপুর থেকে দূরত্ব বড়জোড় ৬০ থেকে ৬৫ কিমি। গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, ঝাড়খণ্ডের সারাইকেলা-খারসোয়া জেলার রায়সিন্ধ্রি পাহাড়ে জমায়েত হয়েছিল মাওবাদী স্কোয়াডের কয়েকজন সদস্য। সোমবার রাতে রায়সিন্ধ্রি পাহাড়ে যৌথভাবে অভিযান চালান কোবরা বাহিনী, মাওবাদী দমনে বিশেষ বাহিনী ঝাড়খণ্ড জাগুয়ারের জওয়ান ও পড়শি রাজ্যের পুলিশকর্মীরা। মঙ্গলবার ভোরের দিকে অভিযান চলাকালীন পরপর বেশ কয়েকটি আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বিস্ফোরণে আহত হন নিরাপত্তাবাহিনীর ১১ জন জওয়ান। আহতদের মধ্যে ৮ জন কোরবা বাহিনীর ও ২ জন ঝাড়খণ্ড জাগুয়ারের জওয়ান। আর একজন পুলিশকর্মী। আহতদের হেলিকপ্টারে চাপিয়ে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, শুধু বিস্ফোরণ ঘটানোই নয়, নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলিও চালায় মাওবাদীরা।

XS
SM
MD
LG