অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ফণি আঘাত হেনেছে


Street shops are seen collapsed because of gusty winds ahead of the landfall of Cyclone Fani on the outskirts of Puri, in the Indian state of Odisha, May 3, 2019. Indian authorities have evacuated hundreds of thousands of people ahead the cyclone.
Street shops are seen collapsed because of gusty winds ahead of the landfall of Cyclone Fani on the outskirts of Puri, in the Indian state of Odisha, May 3, 2019. Indian authorities have evacuated hundreds of thousands of people ahead the cyclone.

ভারতের পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ফণি, আঘাত হেনেছে। সেখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে আর ঝোড়ো হাওয়া বইছে।

শুক্রবার খুব ভোরে ওড়িশা রাজ্যে ঘূর্ণিঝড় ফণি আছড়ে পড়ে।

ঘূর্ণিঝড়ের তান্ডবের শিকার হতে পারে ১০ কোটির বেশী মানুষ।

কর্তৃপক্ষ বলেছে তীরবর্তী নিম্ন অঞ্চলের ১০ লক্ষের বেশী মানুষ সরকারি সতর্কবানীর জন্য সাবধান হয়েছে এবং ওই এলাকা থেকে সরে গেছে।

XS
SM
MD
LG